Complete method of using images in Microsoft Office Word মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ছবির ব্যবহারের সম্পূর্ণ পদ্ধতি
আমরা নিজের প্রয়োজনের তাগিদে বিভিন্ন ধরনের ছবি কম্পিউটারের বিভিন্ন জায়গায় সেভ করে রাখি । কিন্তু এই ছবি গুলি মাইক্রোসফট অফিস ওয়ার্ড এ ব্যবহার করতে গেলে কিভাবে ব্যবহার করব তার সম্পূর্ণ পদ্ধতি নিচে আলোচনা করা হলো-
মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে Insert থেকে Picture ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি উইন্ডো ওপেন হবে ওখান থেকে আপনার কম্পিউটারে যেখানে ছবি সেভ করা আছে সেই ড্রাইভে যেতে হবে যেমন- Desktop,Downloads,Pictures,Local Disk (D),(E),(F) যা খুশি হতে পারে । প্রয়োজনীয় ড্রাইভ এ ক্লিক করে ছবি ওপেন করে নেবেন। ওখান থেকে যে ছবিটি প্রয়োজন তার উপরে ক্লিক করে Insert করলে ছবিটি পেজের মধ্যে চলে আসবে।
এই ছবিটিকে ছোট কিংবা বড় করতে গেলে ছবির চারপাশ দিয়ে দেখবেন ছোট ছোট কয়েকটা বিন্দু আছে ওর মধ্যে থেকে যেকোনো একটি বিন্দুর উপরে মাউস নিয়ে গিয়ে চেপে ধরে টানলে ছোট কিংবা বড় করা যাবে। এবং ছবিটিকে ঘোরানোর প্রয়োজন হলে উপরে দেখবেন সবুজ রঙের একটি বিন্দু আছে ওই বিন্দু থেকে ছবিটি যেদিকে খুশি ঘোরাতে পারবেন।
যদি মনে হয় এই ছবিটি পেজ এর এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে সরানোর প্রয়োজন সে ক্ষেত্রে আপনারা সরাতে পারবেন না তার জন্য একটি নিয়ম মানতে হবে। সেটি হল ছবিটির উপর ক্লিক করে উপরের মেনুবার থেকে Format ক্লিক করলে আপনাদের সামনে নতুন করে কিছু মেনু আসবে , ওখান থেকে ডান দিকে দেখবেন একটি কুকুরের ছবি আছে যার নাম Text Wrapping, এখানে ক্লিক করে Behind Text ক্লিক করে নিলে ছবিটিকে চেপে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারবেন। এরমধ্যে আরও কিছু অপশন আছে সেগুলি পরবর্তী সময়ে অন্য একটি পোস্ট এর মধ্যে সবিস্তারে আলোচনা করব।
এই ছবিটির উপর ক্লিক করে Format ক্লিক করলে আপনারা আরও বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন সেগুলি নিয়ে নিচে আলোচনা করা হলো-(বাঁ দিক থেকে ডান দিক)
Brightness:- এর মাধ্যমে আপনারা ছবিটি আলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন।
Contrast:- ছবিটির কনটেস্ট অর্থাৎ এর কাল ভাব বাড়াতে কমাতে পারবেন।
Recolor:- আপনারা যে ছবিটি ব্যবহার করেছেন সেই ছবি দিয়ে কালার এখান থেকে পাল্টাতে পারবেন।
Compress Pictures:- এর মাধ্যমে আপনারা ছবি রিসাইজ করতে পারবেন অর্থাৎ ছবির পিক্সেল কমাতে বা বাড়াতে পারবেন।
Change Picture:- আপনারা যে ছবিটি নিয়ে কাজ করছেন যদি মনে হয় এই ছবিটি পাল্টে ওই একই জায়গায় অন্য একটি ছবি পাঠাবেন সে ক্ষেত্রে এই অপশনটি কাজে লাগবে।
Reset Picture:- এর মাধ্যমে আপনারা ছবিটিকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিতে পারবেন অর্থাৎ ছবিটি প্রথম অবস্থায় যত বড় ছিল, যেভাবে ছিল সেই অবস্থায় ফিরে যাবে।
Picture Styles:- এখান থেকে আপনারা ছবির চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের ফ্রেম দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ফ্রেম আছে যেটা খুশী আপনারা ছবির জন্য ব্যবহার করতে পারেন।
Picture Shape:- পিকচার স্টাইল থেকে যদি কোন ফ্রেম নিয়ে থাকেন সেই ফ্রেম এখান থেকে পাল্টাতে পারবেন অথবা নতুন করে কোন ফ্রেম এখান থেকে ব্যবহার করতে পারবেন।
Picture Border:- আপনাকে যে ফ্রেম টি নিলেন সেই ফ্রেম-র সাইট দিয়ে যে রংগুলি দেখাবে সেগুলি এখান থেকে পাল্টাতে পারবেন।
Picture Effects:- এখান থেকে আপনারা ছবির মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবেন যেমন Preset,Shadow,Reflection,Glow,Soft Edges,Bevel,3-D Rotation প্রভৃতি । এখান থেকে বিভিন্ন কিছু পেয়ে যাবেন এক একটা ক্লিক করে ,করে আপনারা দেখে নেবেন এগুলো নিয়ে আলোচনা করতে গেলে এই পোস্টটি অনেক বড় হয়ে যাবে।
Position:- এখান থেকে আপনারা যে ছবিটি নিয়েছেন সেই ছবিটিকে পেজের কোন জায়গায় বসাবেন উপরে না নিচে ডানদিকে না বাঁদিকে সেটিকে ঠিক করতে পারবেন।


COMMENTS